উত্তরদিনাজপুর

টোটোতে ফেলে যাওয়া যাত্রীর সোনার গয়না ও টাকার ব্যাগ ফেরত দিয়ে নজির গড়ল টোটো চালক

আজ অক্ষয় তৃতিয়া, এদিন বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠানে সীদ্ধিদাতা গনেশ ও লক্ষী পূজা করে থাকে। যাতে তাদের ব্যবসায় ভালো মুনাফা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে  ভূল করে  ফেলে  যাওয়া সোনার গয়না ও টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েও তা ফিরে দিল এক টোটো চালক ।  কারন ভুল পথে উপার্যন করা ঠিক নয়, যা সততার উজ্জল নিদর্শন স্থাপন করল  টোটো চালক।  শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায় এসে টোটোতে ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কানাই দাস নামে ওই টোটো চালক। এদিন কবিতা মিশ্র নামে মালদার বাসিন্দা রায়গঞ্জে বিএসএফে কর্মরত তার স্বামীর সাথে দেখা করার পর এদিন মালদা যাবার উদ্দ্যেশ্যে টোটোতে চড়ে রায়গঞ্জে এনবিএসটিসি বাস ডিপোতে যান। সে সময় তাড়াহুড়োতে নিজের ব্যাগটি টোটোতেই  রেখে চলে যান। এরপর অনেক খুজেও টোটো চালক বা ওই যাত্রী কেউ একে অপরকে খুজে না পেয়ে অবশেষে দুই পক্ষই রায়গঞ্জ থানায় হাজির হন।  এরপর রায়গঞ্জ থানার পুলিশের সামনেই ঐ টোটো চালক কবিতা দেবীর গয়না ও টাকার ব্যাগ ফেরত দেন। টোটো চালকের সততার এই রূপ দেখে আপ্লুত যাত্রী বিক্রম বাবু। টোটো চালক যে সততার দৃষ্টান্ত স্থাপন করলো তাতে করে বুঝা যায় সমাজে এখোন ভালো মানুষ রয়েছে যেমন গরীব টোটো চালক কানাই দাস ।